অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে স্বর্ণকমল জুয়েলার্সে শুরু হল স্বর্ণ অক্ষয় সমৃদ্ধি লাভ। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ৭ মে পর্যন্ত। এই উৎসবে ত্রিপুরাবাসীর জন্য স্বর্ণকমল জুয়েলার্স ক্রেতাদের জন্য নিয়ে এসেছে সোনার গহনার নব নতুন কালেকশান।
যা ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে দাবি জুয়েলার্স কর্তৃপক্ষের। উৎসবে থাকছে নানা আকর্ষণীয় অফার।এই উৎসবে মেগা লাকি ড্রতে থাকবে হীরের নেকলেস সেট ও লাকি ড্রতে প্রতিদিন ২টি সোনার কয়েন জেতার সুযোগ। ২৫ হাজার টাকার হীরের গয়না কেনা কাটার উপর ক্রেতারা পাবেন সোনার কয়েন ফ্রি। এছাড়াও আছে সোনার গয়নার মজুরিতে ২৫% ছাড় ও হীরের গয়নার মজুরী ১০০% ছাড়। ও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া থাকছে পুরনো সোনার গয়নার পরিবর্তে সমমূল্যে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ।
স্বর্ণকমলের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
আরশিকথা প্রচার-বিনোদন
২৬শে এপ্রিল ২০২২