Type Here to Get Search Results !

ইমক্যাব ইফতার ।।বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে: ওমর ফারুক



আবু আলী ঢাকা, আরশিকথা ।। বাংলাদেশে কর্মরত ভারতীয় মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ' ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব) উদ্যোগে 'ইমক্যাব ইফতার ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের গেস্টরুমে অনুষ্ঠিতইমক্যাব সভপতি বাসুদেব ধররে সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন, অল ইন্ডিয়া রেডিও এর বিশেষ প্রতিনিধি রাকেশ কে ঝা, ইমক্যাব সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, ইসক্যাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ।
ইমক্যাবের কোষাধ্যক্ষ আমিনুল হক ভুঁইয়া অনুষ্ঠান উপস্থাপনা করেন। ইফতারে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মীর আফরোজ জামান, সাংগঠনিক সম্পাদক আবু আলী, নির্বাহী কমিটির সদস্য নির্মল চক্রবর্তী , সদস্য নিখিল ভদ্র, কাওসার আজম ও সিয়াম সরোয়ার জামিলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।
ইফতারে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের মধ্যে সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দু'দেশের সম্পর্ক আরও গভীর করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।দু'দেশের সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশে আমাদের আরও যত্নবান হতে হবে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৬শে এপ্রিল ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.