ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল আর নেই
আরশি কথাএপ্রিল ১৯, ২০২২
0
আবু আলী
ঢাকা, আরশিকথা ॥
গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। কয়েক দফা তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়ে ক্রিকেটপাড়ায়। শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটিয়ে চলেই গেলেন এই বাঁহাতি স্পিনার। তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার বিকেল ৫টায় না ফেরার দেশে চলে যান তিনি।
এদিন হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় রুবেলকে। তবে ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জীবনযুদ্ধে হার মেনে নেন এ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করেন রুবেল। ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে তার। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা শেষে সেরে উঠেছিলেন তিনি। এমনকি মাঝে ক্রিকেট বল হাতে অনুশীলনেও দেখা গিয়েছিল তাকে।
গত জানুয়ারিতে পুরনো টিউমারটি আবার ফিরে আসে। আবারও শুরু হয় কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নেন। যার শেষটি ছিল গত ১১ অক্টোবর এই ইউনাইটেড হাসপাতালেই। এরপর অবস্থার অবনতি হলে গত ১৪ মার্চ আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে খেলে ১ উইকেট পান। পরে বাদ পড়ে যান দল থেকে। এরপর ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে দলে নেওয়া হলেও খেলার সুযোগ মিলেনি। ফের বাদ পড়ে যান। ২০১৬ সালে ফের সুযোগ মিলে। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে পান ৩ উইকেট। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উইকেট না পাওয়ায় আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। ক্যারিয়ার থেমে যায় সেখানেই।