আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বোশেখ " ...... কোলকাতা থেকে নির্মলেন্দু শাখারু এর কবিতা

    আরশি কথা

    বোশেখ " 
     


    বসন্ত-রাগ গেল থেমে

    তিরিশ তারিখ -- চৈত্র ‌শেষে,

    নতুন বছর হবে বরণ--

    বলল বোশেখ কাছে এসে।


    পুরোনো সব হলো বিদেয়--

    আজ নতুনের আনাগোনা,

    এক দুই চার হবে শুরু--

    এগিয়ে চলার সংখ্যা গোনা।


    পঁচিশ এলেই কবির গানে

    রবি তোমায় করব পুজো,

    জানি সে মাস--চৈত্র শেষে--

    বছর শুরুর বোশেখ খুঁজো।


    আগুনে রোদ ভুলেছি আজ--

    পয়লা এলো--করব বরণ,

    নতুন সুরের আগমনি--

    বোশেখ তোমায় করি স্মরণ।


    নির্মলেন্দু শাখারু

    কোলকাতা 

    ১৫ই এপ্রিল ২০২২

    3/related/default