Type Here to Get Search Results !

চিনে নয়া করোনাবিধি : প্রকাশ্যে গান নয়, নিষিদ্ধ চুম্বন, আলিঙ্গন

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বাড়ছে চতুর্থ ঢেউয়ের আতঙ্ক। এই পরিস্থিতিতে আরও কঠোর করোনাবিধি বলবৎ করল চিন। করোনায় বিপর্যস্ত চিনের অর্থনৈতিক ভাণ্ডার সাংহাই। সেখানে ফের একবার লকডাউন শুরু হয়েছে। বাসিন্দাদের কারণে-অকারণে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এরপরেও করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারায়, এবার চরম পদক্ষেপ নিল চিনা সরকার। দেশটিতে লাগু হল আরও কঠোর করোনাবিধি।

কী কী নয়া করোনাবিধি লাগু হল?

সাংহাইয়ের বাসিন্দাদের প্রকাশ্যে গান করতে নিষেধ করা হয়েছে। দম্পতিদের আলাদা আলাদা শুতে বলা হয়েছে। চুম্বন এবং আলিঙ্গনের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সরকারের যুক্তি, এতে নাকি দ্রুত করোনা ছড়ায়।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসুত্রঃ ইন্টারনেট

৭ই এপ্রিল ২০২২



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.