Type Here to Get Search Results !

নিলামে উঠছে গান্ধীজির ব্যক্তিগত ব্যবহারের ৭০টি জিনিস

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর ব্যক্তিগত ব্যবহারের একগুচ্ছ পণ্য । ইংল্যান্ডের মাটিতে ওই অনলাইন নিলামে উঠবে মোট ৭০টি জিনিস। নিলাম সংস্থার দাবি, সমস্ত জিনিসের সামগ্রিক দর উঠতে পারে প্রায় ৫ কোটি টাকা অবধি। আগামী ২১ জুন হবে ওই নিলাম। অন্যতম নিলামকারী অ্যান্ড্রু স্টো-র বক্তব্য, এবার এমন কিছু জিনিস নিলামে উঠতে চলেছে, যকে বলা যায় ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তাঁর কথায়, গান্ধীজির ব্যবহার করা এই জিনিসগুলি ‘পৃথিবীর ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। যা দেখে চমকে যাবে মানুষ।’ এবার নিলামে উঠবে মহাত্মা গান্ধীর নিজের হাতে বোনা একটি কটিবস্ত্র, থাকছে দুই জোড়া খড়ম, জীবৎকাল তোলা শেষ ছবি, জেল থেকে লেখা চিঠি, লবন সত্যাগ্রহের সময় উপহার পাওয়া একটি উত্তরীয়, এছাড়াও রোদ চশমা, কালির দোয়াত, একজোড়া চশমা-সহ আরও বেশ কিছু জিনিস। ইস্ট ব্রিস্টল অকশনস নামের ওই নিলাম সংস্থা মনে করছে, গান্ধীজির কটিবস্ত্র বা ল্যাঙটের দাম উঠতে পারে ২৪ লক্ষ টাকা অবধি। অন্যদিকে ১৯৪৭ সালে বিড়লা হাউজে তোলা শেষ ছবিটির দাম উঠতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। নিলামকারীদের দাবি, যেখানে ওই ছবিটি তোলা হয়েছিল, তার তিন সপ্তাহ পরে ওই স্থানেই হত্যা করা হয়েছিল গান্ধীজিকে। জানা গিয়েছে, গত এক বছর ধরে জিনিসগুলিকে সংগ্রহ করা হয়েছে। ব্যক্তিগত সংগ্রাহকদের কাছ থেকেই তা সংগ্রহ করে নিলামকারী সংস্থা। 


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

৯ই মে ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.