Type Here to Get Search Results !

আরশিকথা সাপ্তাহিক রাশিফলঃ ৩০ মে থেকে ৫ জুন -- ড.পান্না সাহা,অধ্যক্ষা,কলেজ অব অ্যাস্ট্রোলজি

আমাদের রাশি চক্রে মোট ১২টি রাশি যথা-- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।আরশিকথায় দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল। ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত জ্যোতিষ তথা " কলেজ অব অ্যাস্ট্রোলজি " এর অধ্যক্ষা ড. পান্না সাহা এই রাশিফল বিচার করবেন।এই পর্বে ৩০মে থেকে ৫জুন পর্যন্ত রাশিফল থাকছে
মেষ রাশিঃ

পারিবারিক অনুষ্ঠানের মহড়া চলবে সপ্তাহে ।মর্যাদাপূর্ণ পরিবারের সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে হবে ।সৃষ্টিশীলতার বিকাশ লাভ হবে ।তবে পরিমিত ব্যয় করার অনুরোধ রইল। আশা পূর্ণ হবে ।তবে সপ্তাহের শেষের দিকে অত্যধিক ব্যয় প্রবণতা এবং প্রচন্ড বাধার সম্মুখীন হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা মনোযোগ বৃদ্ধি পাবে ।শারীরিক কোনো সমস্যা সম্ভাবনা রইল শেষের দিনগুলিতে।


বৃষ রাশিঃ

নিজস্ব কৃতকর্মে সম্মানিত হওয়ার যোগ ।আপনার প্রত্যুৎপন্নমতিত্ব আপনার পারিবারিক ক্ষেত্রে আপনাকে জনপ্রিয় করে তুলবে। শিক্ষার্থীদের শুভ ফল প্রত্যাশিত ।শত্রুদের হঠকারিতা প্রচন্ড রকমের বৃদ্ধি পাবে ।কর্মক্ষেত্রের দোলাচলতা হ্রাস পাবে ।রোজি রোজগার বৃদ্ধি পাওয়ার রোগ। কোন জ্ঞানী বা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির দ্বারা লাভবান হবেন ।সংঘাত এড়িয়ে চলুন।


কর্কট রাশিঃ

আয় উপার্জন বৃদ্ধি পাবে ।সমর্থক সংখ্যা বৃদ্ধি পাবে ।উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সাথে নিবিড় সান্নিধ্য লাভ। প্রচণ্ড মানসিক অবসাদ দিয়ে এগিয়ে যেতে হবে। তবে জেনে রাখবেন একটা ঐশ্বরিক শক্তি আপনাকে প্রতিমুহূর্তে পরিবেষ্টিত করে রেখেছে। সপ্তাহের মধ্যভাগে একটা বিচ্ছেদের সুর আপনাকে গাইতে হবে। শিক্ষা জনিত ব্যাপারে আপনি হতাশ হবেন। মার শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। সপ্তাহের শেষে শারীরিক নানা উপসর্গ নিয়েও ভাবতে হবে।


সিংহ রাশিঃ

ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিবিড় শান্তিলাভ। তবে কর্মবহুল চাঞ্চল্য আপনাকে সম্মানের শিখরে উপবেশন করাবে ।গুরুজনের শরীর-স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে ।ব্যবসায় উন্নতি ব। শত্রুদের পরাস্ত করে যশ অর্জন। অবৈধ প্রেমের সম্পর্ক চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।সপ্তাহের শেষে অযাচিত উপায় মাধ্যমে ব্যর্থতার শিকার হতে হবে।


মিথুন রাশিঃ

ব্যয়বহুল প্রারম্ভ ।প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হতে পারেন। মানসিক কষ্ট ও অবসাদ দিয়ে সাপ্তাহিক শুরু। প্রণয়ঘটিত ব্যাপারে প্রতারিত হওয়ার যোগ ।শিক্ষার্থীদের শিক্ষার ফল অবাঞ্চিত হবে । ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি উচ্চ পদ প্রার্থী। তবে শত্রু সংখ্যা অনেক বৃদ্ধি পাবে ।বিপরীত লিঙ্গের ব্যক্তিদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ ।সন্তানের চিন্তায় আপ্লুত থাকবেন।সপ্তাহের শেষ অনেক আনন্দ বহুল  হয়ে উঠতে পারে ।আপনার জয় নিশ্চিত জেনে রাখবেন। পরিকল্পনা মাফিক এগিয়ে চলুন।


তুলা রাশিঃ

হঠাৎ বিশেষ কোনো প্রাপ্তি যোগ। গুপ্ত বিষয়ে আপনার আকর্ষণ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। মানসিক অবসাদ ও শত্রুতার যোগ । বিশেষ কোনো সৃষ্টি সুলভ বিদ্যাভ্যাসে ব্রতি হবেন । আপনার প্রাপ্য সম্মান এ সপ্তাহে পেতে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে ।সপ্তাহের শেষ টুকু নানা ধরনের আনন্দলোক পরিবেশের অতিবাহিত হবে ।মানসিক তৃপ্তি লাভ হবে।


কন্যা রাশিঃ

আপনার ধর্মীয় চিন্তাভাবনা বাস্তবে রূপায়িত করার বর্তমানে শুভ সময় চলছে ।উচ্চশিক্ষায় কৃতি ছাত্রের পদবী আপনার হবে ।বিপরীত লিঙ্গের লোকদের থেকে সাবধানে থাকতে হবে, এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সঞ্চিত অর্থ অনেকাংশে হ্রাস পাবে ।মানসিক কষ্ট দিয়ে অতিক্রম করবেন এ সপ্তাহের। শত্রুদের প্ররোচনা ক্রমাগত বৃদ্ধিতে আপনার মানসিক শান্তি অনেকটাই বিঘ্নিত হবে। সপ্তাহের মধ্যভাগে একটা প্রেমজ আবহাওয়া আপনাকে রোমাঞ্চিত করে তুলবে, কিন্তু পরক্ষনেই আসবে বিরহের সুর ।সপ্তাহের শেষে একটা বিপদ সঙ্কুল পরিবেশ আপনাকে ঘিরে থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে এবং আপনাকে সতর্ক হওয়ার পরামর্শ রইল ।ব্যবসায়ীদের ব্যবসার প্রসার লাভ। অবিবাহিতদের বিয়ের সংযোগ প্রাপ্তি।


ধনু রাশিঃ

শারীরিক অসুস্থতা সত্বেও নানা ধরনের সুযোগ আপনার কাছে ধরা দেবে ।মিথ্যাচার থেকে আপনার মনে কষ্ট সূচিত হবে।  শত্রুদের প্ররোচনা আপনাকে ব্যতীত করবে। সপ্তাহের শেষ দিকে আপনি আপনার হারানো মান ফিরে পাবেন কিন্তু শারীরিক অসচ্ছলতা ,বিরহ আপনার কে ছাড়তে চাইবে না ।বিদ্যার্থীদের জন্য এ সময় শুভ। ব্যবসায়ীদের নানা প্রতিবন্ধকতার শিকার হতে হবে এবং পরিশ্রমের তুলনায় উপার্জন কম হবে ।সমর্থক সংখ্যা অনেকটাই কমে আসবে।


বৃশ্চিক রাশিঃ

ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে সাপ্তাহিক শুরু ।ব্যয় বাহুল্য আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। শারীরিক কোনো গলোযোগ দেখা দিতে পারে ।আপনার সন্তান বিশেষ কৃতিত্বের অধিকারী হবে ।মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে ।বিদ্যায় মনোযোগের অভাব দেখা দেবে ,তবে পাণ্ডিত্যের অভাব ধরা পড়বে না। সপ্তাহের শেষ দিকে আর্থিক লাভ ও আনন্দ মূলক ভ্রমণ হতে পারে।


মীন রাশিঃ

অশান্তির বাতাবরণ দিয়ে সাপ্তাহিক শুরু হলেও ক্রমাগত ঘটনা পর্যায়ে একটা আনন্দের বাতাবরণে আপনি পেয়ে যাবেন ।সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। সুযোগগুলো আপনার কাছে আসবে এবং শত্রু ক্ষয় হবে ।আপনার সততা আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতম দিক। উগ্রতাকে সামান্য সংযত করলে আপনার যশোলাভ হবে ।পারিবারিক আনন্দ উৎসবে মত্ত হওয়ার সময় এখন ।ভুল চিকিৎসা থেকে সাবধান হবেন। গলার কোন সমস্যা দেখা দিতে পারে ।শিক্ষার্থীদের শিক্ষায় বাধা । কর্মক্ষেত্রে উন্নতি যোগ।


মকর রাশিঃ

জাতকদের এ সপ্তাহ ভীতির সঞ্চার করবে ।আনন্দ উপভোগ করতে গিয়ে দ্বেষ অহিংসার সম্মুখীন হবেন। শত্রুতা, কর্মক্ষেত্রে ঝামেলা অনেকটা বৃদ্ধি পাবে ।শারীরিক অসুস্থতা দেখা দেবে।  উচ্চ শিক্ষার্থীদের কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নির্দেশ করছে। কর্মক্ষেত্রে নানা ধরনের উটকো ঝামেলা ভোগ করতে হবে। আয় উপার্জন যদিওবা বৃদ্ধি পাবে কিন্তু মানসিক শান্তি ঠিক যেন আসবেনা ।কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে।


কুম্ভ রাশিঃ

জীবনের গতি হঠাৎ শ্লথ হয়ে উঠবে। ভাগ্যের নিপীড়ন সহ্য করতে হবে ।সঞ্চয় বৃদ্ধি হলেও খরচ কম হবে না ।যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে এবং এতে জনপ্রিয়তা বাড়বে ।শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি, মান সম্মান বৃদ্ধি। মায়ের রোগ মুক্তি ।ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি কিন্তু কোনভাবে বেশি বিনিয়োগ থেকে নিজেকে সংযত রাখবেন ।বিবাহযোগ্যদের বিয়ের যোগ ।নেতিবাচক চিন্তা ভাবনা গুলো মাথাচাড়া দিয়ে উঠবে। তাই বিবাদ বিষন্নতা ইত্যাদি আপনাকে ঘিরে থাকবে সপ্তাহের শেষ পর্যন্ত।


ডঃ পান্না সাহা,অধ্যক্ষা

" কলেজ অব অ্যাস্ট্রোলজি "

ভাটি অভয়নগর,আগরতলা

মোঃ ৯৭৭৪৯৬৫৯৩৫ / ৯৮৬২২০৫৭৩৯

 

আরশিকথা ভাগ্যফল

৩০শে মে ২০২২


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.