উপনির্বাচনে প্রার্থী ঘোষণা আনুষ্ঠানিকভাবে না হলেও বড়দোয়ালী এবং আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে কংগ্রেস। রবিবার বড়দোয়ালী কেন্দ্রে মিছিলের পর সোমবার ৬ নং আগরতলা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে বের হতে দেখা যায় দলীয় কর্মীদের।
এদিন ইন্দ্রনগর এলাকায় কংগ্রেসের কর্মীরা প্রচার চালান।তাদের অভিমত, প্রচারে নেমে ভালো সাড়া পাচ্ছেন তারা। কংগ্রেস কর্মীদের দাবি, সুদীপ রায় বর্মন পুনরায় প্রার্থী হতে চলেছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই উপনির্বাচনেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কংগ্রেস কর্মীরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পর প্রচারে তেজিভাব আসবে বলে জানান তারা।এখন রোজ সকালে বিভিন্ন বুথগুলিতে বাড়ি বাড়ি প্রচার চালানো হবে। প্রসঙ্গত ৬ নং আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মন এবং ৮ নং বড়দোয়ালী কেন্দ্রে আশীষ কুমার সাহা প্রার্থী হবেন বলে আগেই মৌখিকভাবে জানিয়েছেন সভাপতি বীরজিৎ সিনহা। এদিকে বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। যদিও শাসক দল বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। ৬ নং কেন্দ্রটি যে উপ-নির্বাচনে সবচাইতে বেশি আকর্ষণীয় হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩০শে মে ২০২২