আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অক্ষয় তৃতীয়ার মেগা ড্র উদযাপন

    আরশি কথা

    আরশিকথা, আগরতলাঃ


    'শুভ অক্ষর তৃতীয়া' পালনের সময় শ্যাম সুন্দর জুয়েলার্স থেকে যারা গয়না ক্রয় করেছিলেন তাদের দেওয়া কুপনের ভিত্তিতে লাকি ড্র করা হয়। উল্লেখ্য, শ্যাম সুন্দরের ত্রিপুরা এবং কলকাতার মোট সাতটি শোরুম থেকে ক্রয় করার উপর ভিত্তি করে দেওয়া কুপনগুলির মেগা ড্র হয়। 

    ভাগ্যবান বিজেতারা হলেন করুলাইন জমাতিয়া, শুক্লা দেবনাথ,  এবং টিঙকু পাল ৷বিজেতারা পাবেন একটি করে বাজাজ পালসার বাইক।

    প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী ভাস্কর গাঙ্গুলীর হাত দিয়েই বিজেতাদের নাম বাছাই করা হয়। 

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডাইরেক্টর রূপক সাহা বলেন, ভাগ্যবান বিজেতাদের বেছে নিতে পেরে আমারা আনন্দিত। তিনি বলেন, আমাদের সকল গ্রাহক বন্ধুদের স্বতস্ফূর্ত সাড়াতেই আমাদের এই উৎসব কার্যগতভাবে সফল হয়েছে। আগামী বছরগুলোতে এই অক্ষয় তৃতীয়া উৎসব শ্যাম সুন্দরের শোরুমগুলোতে আনন্দ ও নানা চমকে ভরে উঠবে এই প্রতিশ্রুতি ও বার্তা দিয়েই সম্পন্ন হয়।


    আরশিকথা প্রচার-বিনোদন

    ২৬শে মে ২০২২

     

    3/related/default