আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আন্দোলনে ঝাঁপাবে এস সি কংগ্রেস ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বেশ ভালোভাবেই গুরুত্ব দিয়েছে কংগ্রেসের এস সি সেল। বুধবার কংগ্রেস ভবনে এস সি সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে তপশিলি জাতি শাখার নেতৃত্বরা ছাড়াও ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, ছিলেন প্রদেশ এস সি কংগ্রেসের সভাপতির নিরঞ্জন দাস সহ অন্যান্য কার্যকর্তারা। শ্রী দাস বলেন, তপশিলি জাতিভুক্ত সবকটি সম্প্রদায়কে নিয়ে ডেভেলপমেন্ট কমিটি গঠন করতে হবে।

    তপশিলি জাতিভুক্তদের সহজ সূত্রে ঋণ প্রদান করতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবিতে সংগঠন আগামী দিনে আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয়েছে।
    এদিকে বীরজিৎ সিনহা জানান, তিপ্রা মথা যে দাবিতে আন্দোলন করছে তা অসাংবিধানিক নয়। বীরজিৎ বাবুর এই কথা থেকে ইঙ্গিত পাওয়া যায় তিপ্রা মথা ও কংগ্রেস আগামী নির্বাচনে একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৫শে মে ২০২২
     

    3/related/default