আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রিক্সা শ্রমিকদের হয়রানি করছে পুর নিগম, ডেপুটেশন ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ



     ২০১৯ সালে রিক্সা শ্রমিকদের লাইসেন্স দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল আগরতলা পুর নিগম। সেই অনুযায়ী আড়াই হাজার রিক্সা শ্রমিক ফর্ম ফিলাপ করে পুর নিগমে জমা দিয়েছিল। অথচ আজ পর্যন্ত তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না।

    উল্টো নতুন করে পুর নিগম সম্প্রতি জানিয়ে দেয় লাইসেন্সের জন্য রিক্সা শ্রমিকদের বিভিন্ন নথিপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে‌। পুর নিগমের এই সিদ্ধান্তে বেজায় ক্ষেপেছেন রিক্সা শ্রমিকরা।
    বুধবার ৭ দফা দাবিতে পুরনিগমের কমিশনার শৈলেশ যাদবের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- লাইসেন্স প্রদানের নামে হয়রানি বন্ধ করা, ২০১৯ সালে যারা আবেদন করেছেন অবিলম্বে যেন তাদের লাইসেন্স প্রদান করা হয়, লাইসেন্সের জন্য নতুন করে যে ৩০০ টাকা ধার্য করা হয়েছে তা যেন বাতিল করা হয়, রিক্সা শ্রমিকদের ভাতা প্রদান, লেবার কার্ডের ব্যবস্থা করা ইত্যাদি।
    এদিনের এই ডেপুটেশনকালে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের সভাপতি হিরণ মিয়া।
    তিনি আশা ব্যক্ত করেন পুর নিগম কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৫শে মে ২০২২

     

    3/related/default