গত ক'দিন ধরেই ত্রিপুরা মেডিকেল কলেজ ও আম্বেদকর হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। শুক্রবার তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বাদল চৌধুরীর সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। মুখ্যমন্ত্রী ডা: সাহা বাদল চৌধুরী দ্রুত আরোগ্য কামনা করেন। প্রসঙ্গত এর আগে বিরোধী দলনেতা মানিক সরকার এবং সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গত বুধবার হাসপাতালে বাদল বাবু সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এদিকে হাসপাতাল সূত্রে খবর, শ্রী চৌধুরীর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২০শে মে ২০২২