আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্মার্ট সিটি প্রকল্পের কাজের সমালোচনায় মানিক ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    স্মার্ট সিটি প্রকল্পের কাজ নিয়ে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠলেন প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে। তিনি নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, ফুটপাথের উন্নয়ন, পানীয় জল সরবরাহ ব্যবস্থা, শহর এলাকায় বাস পরিষেবা, হকার উচ্ছেদ ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এই সমস্ত বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। শ্রী দে বলেন, বাস পরিষেবার উন্নয়নে গত চার বছরে কোনো সরকারি বাস কেনা হয়েছে কিনা জানা নেই। হকার উচ্ছেদ হচ্ছে অথচ হকার পুনর্বাসন এর জন্য কোনো মার্কেট স্টল গত চার বছরে নির্মাণ করা হয়নি। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে প্রগতি স্কুল, রামপুর, বাধারঘাট মাতৃপল্লিতে ওভারহেড ট্যাংক চালু করতে পারেনি বর্তমান রাজ্য সরকার। জল নিকাশি ব্যবস্থা নিয়ে তো সমস্যা রয়েছেই। শহরের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থা, সংস্কার হচ্ছে না। শহরে পার্কিং নিয়েও একটা বিরাট সমস্যা রয়েছে। বর্তমান সরকার স্মার্ট সিটিতে বস্তি এলাকার উন্নয়ন করতে পারছে না। হাওড়া নদী ও কাটাখালের বাঁধ সংস্কার করতে পারছে না। আন্ডারগ্রাউন্ড ক্যাবল এর ব্যবস্থা করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। তাতে বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে রাস্তা প্রশস্ত করা যেত। জল নিকাশি ব্যবস্থা কিংবা জমা জলের সমস্যা প্রসঙ্গে বলেন, পাম্পের সংখ্যাও আরো বাড়াতে হবে। তাছাড়া ড্রেনগুলি নিয়মিত ঠিকভাবে সাফাই হচ্ছে না। বর্তমান মেয়র বলেছেন হাওড়ার জল শহরে ঢুকে যাওয়াতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক নাও হতে পারে। তিনি প্রশ্ন ছোঁড়েন বাঁধ অতিক্রম করে হাওড়ার জল শহরে কিভাবে ঢুকবে?


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২১শে মে ২০২২

     

    3/related/default