উপ নির্বাচনের আগে আগরতলায় একপ্রস্থ শক্তির মহড়া সেরে নিল সিপিএম। তবে সরাসরি সিপিএম নয়, সিটুর নেতৃত্বে মিছিল ও সমাবেশ হয় আগরতলায়। ১৫ তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে শনিবার আগরতলায় বিরাট মিছিল করে সিটু। এরপর হয় সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার, সিটুর সর্বভারতীয় সম্পাদক তপন সেন, রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দেসহ অন্যান্য নেতৃত্বরা। বিরোধী দলনেতা তার বক্তব্যে পুঁজিবাদী এবং গেরুয়াপন্থীদের তীব্র আক্রমণ করেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যা, আইন শৃংখলার অবনতি ইত্যাদি বিভিন্ন ইস্যুতে শাসকদলের সমালোচনায় মুখর হন। পাশাপাশি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।মানিকবাবু বলেন, আর এস এস ফ্যাসিবাদী দৃষ্টি নিয়ে আক্রমণ করছে। দ্রব্যমূল্য বাড়ছে, বেকার সমস্যা সর্বত্র। নতুন কাজের সুযোগ নেই। তিনি বলেন, পুঁজিবাদীরা চাইছে রেগা বন্ধ করে দিতে। কারণ শ্রমিকরা রেগার কাজ করলে পুঁজিবাদীদের মুনাফা বাড়ছে না। বিরোধী দলনেতা তার বক্তব্যে পুঁজিবাদী ও গেরুয়াপন্থীদের এভাবেই একের পর এক আক্রমণ শানান।এদিকে সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তপন সেন এই মিছিল ও সমাবেশ দেখে আপ্লুত হয়ে পড়েন। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং সম্মেলন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে বিকেলে আগরতলা টাউন হলে শুরু হয় সিটুর ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে মে ২০২২