আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনায় আক্রান্ত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মহারাষ্ট্রে মহানাটকের মাঝেই করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। এদিকে, আজই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। প্রায় ৪০জন শিব সেনা বিধায়কের ‘বিদ্রোহে’ মহারাষ্ট্রের রাজনীতি উত্তাল। পরিস্থিতি সামাল দিতে আজ দুপুরেই ক্যাবিনেট বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। জল্পনা এমনই যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন উদ্ধব। ফলে রাজ্যের ‘মহা বিকাশ আগাড়ি’ সরকার এই মুহূর্তে চরম বেকায়দায়। এহেন পরিস্থিতিতে উদ্ধব করোনা আক্রান্ত হওয়ায় শিব সেনার সমস্যা কিছুটা বেড়েছে বলেই মত রাজনীতিবিদের। বলে রাখা ভাল, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে বিজেপির হাত ছেড়ে দেয় শিব সেনা। মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েনের জেরে দুই হিন্দুত্ববাদী দলের বিচ্ছেদ নতুন সমীকরণ তৈরি করে। এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট সরকার তৈরি করেন শিব সেনা। কিন্তু পরিস্থিতি জটিল করে বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাটের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গিয়েছেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিণ্ডে। বুধবার সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছন একনাথ। গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২২শে জুন ২০২২
     

    3/related/default