আমের ভরা মৌসুম চলছে বাংলাদেশে। গত বছরের ন্যায় এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর সেরা আম হিসেবে খ্যাত ১ হাজার কেজি ‘আম্রপালি’ উপহার দিলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে।
শুক্রবার প্রধানমন্ত্রীর অনন্য উপহার হিসেবে বাংলাদেশ থেকে পাঠানো ‘আম্রপালি’ পৌঁছে দেওয়া হয় ভারতের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে। ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে প্রধানমন্ত্রীর উপহারের ‘আম্রপালি’ পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, গত বছরেও আমের মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা আসামের মূখ্য মন্ত্রীকে ‘আম্রপালি’ উপহার দেওয়া হয়।
বাংলাদেশ-ভারতের পরীক্ষিত বন্ধুত্বের কূটনৈতিক সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম ও ইলিশ উপহার দুই দেশের মানুষের বন্ধুত্ব আরো সুদৃঢ় করছে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৮ই জুন ২০২২