আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাধাকিশোরনগরে অনুষ্ঠিত অগ্নি প্রতিরোধক বিষয়ক সচেতনতা শিবির ঃ আগরতলা

    আরশি কথা



    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি ও মেসার্স শোভা এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে রাজ্য অগ্নি ও জরুরী পরিষেবা দপ্তরের সহযোগীতায় রাধাকিশোরনগরস্থিত কারখানায় বুধবার অগ্নি প্রতিরোধক বিষয়ক এক  সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

    উক্ত শিবিরে অগ্নি ও জরুরী পরিষেবা দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দপ্তরের  মাননীয় আধিকারিক অসীম রঞ্জন বিশ্বাস সহ দপ্তরের অন্যান্য কর্মীরা এবং অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার সুব্রত দেবনাথ, প্রশাসনিক সমন্বয়কারী অফিসার ভবেশ দেবনাথ, মেসার্স শোভা এন্টারপ্রাইজের ম্যানেজার সায়ন সাহা সহ দুটি সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ।


    শিবিরে কারখানার কর্মীবৃন্দদের আপাতকালীন পরিস্থিতিতে অগ্নি প্রতিরোধ করার বিভিন্ন কলা কৌশল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি

    ১৫ই জুন ২০২২



     

    3/related/default