আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। বঙ্কিম প্রণতি ।। - জয়দীপ চট্টোপাধ্যায়, কলকাতা

    আরশি কথা

    ।। বঙ্কিম প্রণতি ।।
     


    কবিতা ভুবনে শুরু হয়েছিল চলা

    ঊষর ভূমিতে ফুটিয়েছে পারিজাত

    ভগীরথ হয়ে এনেছো অমৃতধারা

    হীরক কীর্তি মুছেছে অন্ধ রাত।


    তুমি বঙ্কিম বাঙালি অহংকার

    হাজার সূর্য স্বদেশ মন্ত্র গান

    নবজাগরণ জাতির অভ্যুদয়

    শৃংখল ভেঙ্গে চেতনাদীপ্ত প্রাণ।


    চোখে রেখে চোখ সোচ্চার প্রতিবাদ

    ব্রিটিশরাজেও নোয়াওনি তুমি মাথা

    সচল লেখনি চিরায়ত বিস্ময়

    'সম্রাট' হয়ে জীবনভাষ্য গাথা।


    ধ্রুপদী সৃজনে সময়ের কথকতা

    মানবিক ত্রাণে নবকুমারের প্রাণ

    দেশে দেশে আজও সোচ্চার কাপালিক

    আনন্দমঠে মুক্তির অভিযান।


    মন্ত্রে তোমার সঞ্জীবনের সুর

    জেগে উঠেছিল আসমুদ্রহিমাচল

    অগ্নিমন্ত্রে তুচ্ছ ফাঁসির রজ্জু

    ধমনীপ্রবাহে মাতৃ আশিস বল।


    গরিমাদীপ্ত আমাদের প্রিয় ভাষা

    চির সংগ্রামী আলোর পরশমনি

    জাতিসত্তায় তুমি আমাদের ত্রাতা

    ঐক্যের গীতে চিরলাবণ্য ধ্বনি।


    - জয়দীপ চট্টোপাধ্যায় 

    কোলকাতা


    ২৬শে জুন, ২০২২

    3/related/default