Type Here to Get Search Results !

আজ ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

আবু আলী ঢাকা, আরশিকথা ।।

সেনাপ্রধান হিসেবে প্রথম বিদেশে সফরে আজ সোমবার ঢাকায় আসছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে। গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে তার তিন দিনের সফরের বিস্তারিত তুলে ধরেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নেওয়ার অংশ হিসেবে হচ্ছে জেনারেল পাণ্ডের এ সফর।সফরকালে নিরাপত্তা সংস্থাগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি। আজ সোমবার ‘শিখা অনির্বাণে’ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু করবেন ভারতীয় সেনাপ্রধান।এদিন ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।দ্বিতীয় দিন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন তিনি।এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) সেন্টার পরিদর্শনে যাবেন মনোজ পাণ্ডে। এ প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেবেন তিনি।এরপর মিরপুরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সেনাপ্রধান মনোজ পাণ্ডের এ সফর দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ককে আরও গভীর করবে এবং কৌশলগত বিষয়ে দুদেশের নিবিড় সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৮ই জুলাই ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.