Type Here to Get Search Results !

বড় হওয়া একটি অভিশাপ" ঃ অনুভবে - শঙ্খশ্রী দেববর্মা, ত্রিপুরা

বড় হওয়া একটি অভিশাপ"


সংসারের বড় হওয়া মানে,

কর্তব্য পালনের দায়িত্ব থাকে যেখানে।।


বড় হলে সহ্যশক্তি থাকতে হয় যে প্রচুর,

অবহেলিত হয়েও সম্পর্ক রাখতে হয় মধুর।


সবকিছুতে ধরা হয় ভূল ,

আতস কাঁচ দিয়ে দেখা হয় দোষ।।


সবার সব সমস্যার জন্য যাকে করা হয় দায়ী,

সবার কথা ভাবতে গিয়ে  কষ্ট রয়ে যায় চিরস্থায়ী।।


সবাই দোষে বড়কে হলে কিছু মন্দ,

যেন সবকিছুর পেছনে ছিল তাদের (বড়দের) ষড়যন্ত্র।।


নিজের কথা ভাবার আগে , ভাবে সবার জন্য ,,

অবহেলিত হয়েও থাকতে হয়,  হয়ে অতি নগণ্য ।।


দায়িত্ব ও কর্তব্যের বোঝার তলে চেপে যায় জীবন, 

মানসিক যন্ত্রণা বহন করতে হয়  সর্বখন।।


তীব্র যন্ত্রণা সয়ে যেতে  হয় ,

কিন্তু 'বড়' যে তাকে বোঝার মত কেউ নয়।।


বড় হলে ছোটরা চেয়ে নেয় হিসাব,

কিন্তু বড় রা কোথায় পাবে তাদেরও কিছু জবাব ?


বিশ্বাসের বিনিময়ে বড়রা পায় অবিশ্বাস, 

কটূক্তি আর অবমাননা ।

অসম্মান, অপবাদ আর বেদনা।।


অবহেলিত হয়ে যখন পেতে হয় অপবাদ ; 

তখন মনে হয় সংসারে বড় হওয়া মানে অভিশাপ ।



- শঙ্খশ্রী দেববর্মা, ত্রিপুরা

১০ই জুলাই, ২০২২ 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.