আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। দাদু ।। - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    আরশি কথা

    ।। দাদু  ।।


    দাদু বলেন, নাতি তোমায় 

    বড্ড ভালোবাসি, 

    দাদু এখন হাসপাতালে 

    বয়স অষ্টআশি! 


    এরপরেতে শ্রাদ্ধ বাসর 

    দাদু গেছেন চলে, 

    কত কথা বলেন সবাই 

    চোখগুলো ছলছলে! 


    ছোট্ট নাতি বোঝে না ওসব 

    মনে প্রশ্ন তার, 

    কবে দাদু ছাড়া পাবে, 

    আসবে বাড়ি আবার?


    কেন দাদু বলেছিলেন,

    শুরু হলো দিনগোনা -  

    না ফিরলেও আছি আমি 

    জানবে তুমি সোনা?


    বলেছিলেন ভিজে চোখে,

    কপালে ছিল ভাঁজ; 

    তোমার জন্যে জায়গা করা 

    আমার যে শেষ কাজ!


    - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    ১০ই জুলাই ২০২২

     

    3/related/default