আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আষাঢ়ে রথ" - অলোক কুমার প্রামাণিক, বজবজ, দঃ২৪ পরগনা

    আরশি কথা

    আষাঢ়ে রথ" 


    আষাঢ় মানেই রথের মেলা

    জগন্নাথের রথ, 

    আকাশ জুড়ে মেঘের খেলা

    বৃষ্টি ভেজা পথ। 


    ড্যাং ড্যাং ড্যাং বাজনা বাজে

    বাজছে সাথে কাঁসি

    রথ গড়াবে পথের মাঝে

    বাজবে ফুলট বাঁশি। 


    গরম গরম খাচ্ছে মানুষ

    ঘুগনি,পাঁপড়, গজা, 

    হাতে ধরে গ্যাসের ফানুস

    পাচ্ছে ভীষণ মজা। 


    দিচ্ছে কেউবা পুজোর ডালা

    ভীড়ের লাইন ঠেলে, 

    ছোট্টো হাতে ফুলের মালা

    বেচছে কটি ছেলে।। 



    -অলোক কুমার প্রামাণিক

     বজবজ, দঃ২৪ পরগনা

    ১লা জুলাই ,২০২২

     

    3/related/default