স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা

আরশি কথা

।। আরশিকথা ডেস্ক ।।


স্বর্ণকমল আয়োজিত স্বর্ণবর্ষা আবার ফিরে এলো। আগামী পয়লা জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত রথযাত্রা ও স্বর্ণবর্ষা উপলক্ষ্যে স্বর্ণকমল তার ক্রেতাদের জন্য নিয়ে এলো নানা উপহার ও অফার। স্বর্ণবর্ষা ও রথযাত্রা উপলক্ষ্যে মেগা লাকি ড্র তে থাকছে দু'টি স্কুটি । তাছাড়া লাকি ড্র তে প্রতিদিন দু'জন পাবেন হোম অথবা কিচেন অ্যাপ্লায়েন্সেস। এছাড়াও প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা (১২ গ্রাম সোনার গয়না কেনাকাটায় অথবা হীরের গয়নায় ২৫ হাজার টাকার উর্ধ্বে কেনাকাটার উপর)। সাথে সোনার গয়নার মজুরিতে থাকছে কুড়ি শতাংশ ছাড়। পাশাপাশি হীরের গয়নার কেনাকাটায় মজুরিতে থাকছে ৭৫ শতাংশ ছাড়। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার তো আছেই।  এদিকে পুরনো সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনার সুযোগ রয়েছে এই স্বর্ণবর্ষায়।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে স্বর্ণবর্ষা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ এবং ডিরেক্টর জয় নাগ। তাদের পক্ষ থেকে রাজ্যবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সময়ে কেনাকাটার জন্য এবং সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য।


আরশিকথা প্রচার-বিনোদন

১লা জুলাই ২০২২
 

3/related/default