আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানব পাচারের মামলায় ২ বছর জেল দালের মেহেন্দির

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত দালের মেহেন্দি। ১৯ বছর পুরোনো মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখল পাটিয়ালা হাউজ কোর্ট। ২০০৩ সালের মানব পাচার মামলায় দোষী ঘোষিত হলেন এই জনপ্রিয় পঞ্জাবি গায়ক। এরপরই গ্রেফতার করে জেলে পাঠানো হয় দালের মেহেন্দিকে। ২ বছরের জন্য জেল খাটতে হবে দালের মেহেন্দিকে, নিম্ন আদালতের রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন দালের, সেই আবেদন খারিজ করে দিল পাটিয়ালা কোর্ট। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মিকা সিং-এর দাদা। দু-বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই রায়ই বহাল রয়েছে। 

    জানা যাচ্ছে পাটিয়ালা জেলে রাখা হবে দালের মেহেন্দিকে, যেখানে নভজ্যোত সিং সিধুর মতো হাই-প্রোফাইল ব্যক্তি আগে থেকেই বন্দি। 


    আরশিকথা দেশ-বিদেশ


    ছবি ও তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ই জুলাই ২০২২

     

    3/related/default