Type Here to Get Search Results !

করোনা আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ।। ভর্তি হলেন চেন্নাইয়ের হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দু’দিন আগেই টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। অবশেষে বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি হাসপাতাল ভর্তি হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্ট্যালিনের শরীরে কোভিডের একাধিক উপসর্গ রয়েছে। তবে তিনি ভাল আছেন। 

মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরে স্ট্যালিন টুইট করেন, “ক’দিন হল খুব ক্লান্ত বোধ করছিলাম। কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভি এসেছে। নিজেকে নিভৃতবাসে রেখেছি।” এরপর সকলের উদ্দেশে স্ট্যালিন লেখেন, “সকলে সাবধানে থাকুন, মাস্ক পরুন, ভ্যাকসিন নিন।” উল্লেখ্য, তামিলনাড়ুতে গত কয়েক সপ্তাহে বাড়ছে কোভিড। গত ২৪ ঘণ্টায় সেখানে কোভিড আক্রান্ত হয়েছে ২ হাজার ২৬৯ জন। চেন্নাইয়ে সাম্প্রতিক কালে সবেচেয়ে বেশি ৭২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই রাজ্যে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ২৮২ জন।


আরশিকথা দেশ-বিদেশ


ছবি ও তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট

১৪ই জুলাই ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.