Type Here to Get Search Results !

বাংলাদেশে তিনদিনের সাংস্কৃতিক সফরে ভারতের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব


 নিজস্ব প্রতিনিধি.আরশিকথা ।। 


চূড়ান্ত  ব্যস্ততম কর্মসূচির মধ্যেও বাংলাদেশ ও বঙ্গবন্ধু কে তিনি হৃদয়ে  ধারণ করেন। বাংলাদেশ কে ভালোবেসেই তিনদিনের অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব  অমিত ভৌমিক ।

সংবাদ সূত্রে  জানা যায়,২৮ জুলাই বিকেলে তিনি শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসবেন।সীমান্তে তাঁকে স্বাগত জানাবেন বাংলাদেশ কুমিল্লার ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার প্রাণ পুরুষ মো.আল আমিন ও কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক তথা কুমিল্লা রিপোর্টার্স ইউনিট এর পক্ষে জাকির ভাই  ।সন্ধ্যায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।উক্ত অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার  ফটিক,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রখ্যাত আবৃত্তি শিল্পী কাজি মাহতাব সুমন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্যবৃন্দ  গোলাম মোস্তফা এবং ইফতেকার উদ্দীন কাজরী।
২৯ জুলাই তিনি  কুমিল্লা থেকে ঢাকা রওনা  দেবেন সকালে।ঢাকাতে তাকে বরণ করবেন  বাংলাদেশ ছিট মহল আন্দোলনের অন্যতম নেতৃত্ব ইউনুস ভাই।বিকেলে ঢাকা শিল্প কলা একাডেমীতে আয়োজিত বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও  বাংলাদেশ ও  বঙ্গবন্ধু বিষয়ক গবেষক ড.দেবব্রত দেব রয় এর সম্পাদনায় প্রকাশিতব্য আন্তর্জাতিক স্মারক গ্রন্থ  প্রকাশ অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ডাক ও  টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার,শুদ্ধতার কবি অসীম সাহা ,বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন সহ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবী,শিল্পী,কবি,সাহিত্যিক বৃন্দ উপস্থিত থাকবেন। ৩০  জুলাই তে ঢাকা তে পরপর আরো দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৩১ জুলাই সকালে তিনি আগরতলা তথা ভারতে ফিরে আসবেন বলে সংবাদ সূত্রে  জানা গেছে ।


আরশিকথা সংবাদ

২৮শে জুলাই ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.