আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। ঝড় ।। - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    আরশি কথা

    ।। ঝড়  ।। 


    ঝড় যদি হয় আবার হোক 

    বাতাস তো নয় খারাপ লোক; 

    সূর্য যখন দেয় পুড়িয়ে 

    হাওয়া কি দেবে ফুরফুরিয়ে? 

    হওয়ার তেজ হবে প্রবল 

    ডাকবে এনে মেঘের দল; 

    আকাশ সূর্য ঢাকবে সে 

    বৃষ্টি ধরায় আনবে সে;

    সৃষ্টি ধরায় আনবে সে;

    বিশ্ব নিয়ম জানবে সে! 

    অনিয়মের নেইকো স্থান 

    বাতাস মন্ত্রে ভরেছে কান!


    -রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৪শে জুলাই, ২০২২

     

    3/related/default