আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। ইচ্ছে ডানা ।। - কল্যানী ভট্টাচার্য্য, ত্রিপুরা

    আরশি কথা

    ।। ইচ্ছে ডানা  ।।
     


    ইচ্ছে ডানায় ভর করে আমি

    যাব অচিন দেশে। 

    ভাবছি তাই কি লিখব

    রসদ পাই বিদেশে। 

    ইচ্ছে ডানায় ভর করে ঘোরা

    এত সহজ কি?

    শিরোনামটা কি দেবো

    ভাবছো তা কি। 

    আমার সাথে কেউ আসে না

    তাতে চিন্তা কি?

    মনের দুয়ার খুলে আমি

    লিখতে বসেছি। 

    তাইতো আমি নিজের মধ্যে

    নিজেকে তৈরী করি। 

    ভাবনার মধ্যে নতুনত্বের

    সাধ খুঁজে মরি। 

    মনের মতো পাঠক পেলে

    কোন চিন্তা নাই। 

    ভুল ত্রুটি ধরিয়ে দেবে

    যেন সত্য সন্ধান পাই। 

    পাঠক মন ভরিয়ে দিতে

    সদাই আমি ব্যস্ত। 

    নিজের ভাব প্রকাশেতে

    থাকি অবিন্যস্ত।



    - কল্যানী ভট্টাচার্য্য, ত্রিপুরা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৪শে জুলাই ২০২২

    3/related/default