আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, বিক্ষোভ কংগ্রেসের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামল চার নম্বর বড়জলা ব্লক কংগ্রেস। মঙ্গলবার এরা মিছিল করে এসে স্থানীয় একটি গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি সরকার যেন রান্নার গ্যাসের অর্থাৎ এলপিজি এর মূল্য হ্রাস করে। বর্তমানে একটি এলপিজি সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছে ১১০৫ টাকায়। যা সাধারণ মানুষের পক্ষে ক্রয় করা কষ্টসাধ্য বলে স্থানীয় নেতৃত্বের অভিযোগ। তাই তাদের বক্তব্য সরকার যেন রান্নার গ্যাসের দাম কমায়। জ্বালানি তেল, কেরোসিনেরও মূল্যবৃদ্ধি পেয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার সরাসরি মানুষের চুলোয় আঘাত হানছে বলে অভিযোগ করা হয়।


    সংখ্যায় কম হলেও কংগ্রেস কর্মীরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে বিষয়টি সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের মধ্যে মহিলা কর্মীরাও ছিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় কংগ্রেসের পক্ষ থেকে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১২ই জুলাই ২০২২
     

    3/related/default