আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে করোনা আক্রান্ত আরো ১১২ জনঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যজুড়ে। মঙ্গলবার করোনা আক্রান্ত হলেন আরও ১১২ জন। সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১০.০২ শতাংশে। জনমনে ছড়িয়েছে পড়েছে আতঙ্ক। এদিন রাজ্যবাসীকে কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। রাজ্যে ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা দেখে সোমবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে । সে নির্দেশ মেনেই তড়িঘড়ি দু' দুটি বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে মঙ্গলবার থেকে গোটা রাজ্যের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য কোভিড বিধিও মেনে চলার নির্দেশ বলবৎ করা হয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মঙ্গলবার দেওয়ার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১২ জন। সোমবার সংক্রমণের হার ছিল ৭.২১ শতাংশ। সংক্রমণের এই হার দেখেই স্বাস্থ্য দপ্তর আতঙ্কিত হয়েছিল। মঙ্গলবার সেই সংক্রমণের হার গিয়ে ঠেকলো ১০.০২ শতাংশে। একদিনের ব্যবধানে বেড়ে যাওয়া সংক্রমণের হার বিপজ্জনক বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলায় ৫২ জন এবং সিপাহীজলা জেলায় আক্রান্ত হয়েছেন ২৮ জন। পাশাপাশি গোমতী জেলায় ১৯ জন, খোয়াইয়ে দুইজন, ধলাইয়ে ৭ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় একজন এবং উত্তর ত্রিপুরা জেলায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট তিনজন। বর্তমানে রাজ্যে  ২২২ জন করোনা রোগী আপাতত চিকিৎসাধীন রয়েছেন। দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে এই মারন ভাইরাসের দাপট দেখে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১২ই জুলাই ২০২২
     

    3/related/default