Type Here to Get Search Results !

বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে শিশু বিহার এলামনির আট দফা দাবি পেশঃ আগরতলা

বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ



শিশু বিহার স্কুলের উন্নয়নের লক্ষ্যে আজ শিশু বিহার এলামনি অ্যাসোসিয়েশন আট দফা দাবি পেশ করে  বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ।


সনদে উল্লিখিত দাবি সমূহ -

 # উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে তাদের নিজেদের জায়গায় স্থানান্তরিত করা এবং শিশুবিহারের পুরোটা বিল্ডিং তাদের ফিরিয়ে দেওয়া ।  

# বিদ্যালয় শ্রেণীকক্ষের পূঃসংস্কারের জন্য এবং বিদ্যালয়ের আশপাশকে বিভিন্ন নৈশকালীন  অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষা করতে বিদ্যালয় সীমানার চারিদিকে আলোর ব্যাবস্হা করতে হবে এবং এর জন্য প্রায় 15 লক্ষ টাকা প্রয়োজন। 

# এই বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের প্রধান্য দেওয়া । 

# বিদ্যালয়ের সম্পত্তিকে রক্ষা করার জন্য ভাঙ্গা দরজা , জানলা মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থরাশি প্রদান করা ।

# বিদ্যালয়ের প্রেক্ষাগৃহের আধুনিকীকরণের ব্যবস্থা করা । 
# বিদ্যালয়ের নিরাপত্তার রক্ষার্থে নৈশকালীন পাহারাদার নিয়ুক্ত করা । 

# শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন খেলার সামগ্রীর ব্যবস্থা করা । 
      
শ্রীমতি চাঁদনী চন্দ্রন বিদ্যালয়ের স্বার্থে এলামনির এই উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন ও দাবি পূরনে স্বচেষ্ট হবেন বলে জানান ।এদিন এলামনির পক্ষে জেনেরেল সেক্রেটারি অভিজিৎ সমাজপতি, আ্যডভাইসরি মেম্বার ডাঃ সজল নাথ,দেবব্রত সেনগুপ্ত, এক্সিকিউটিভ মেম্বার নবজ্যোতি রায় ও পৃথা চৌধুরী উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৯শে জুলাই ২০২২
  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.