Type Here to Get Search Results !

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক বসে । এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান৷ শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় চলতি অর্থবছরে রাজ্যের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এরজন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৭ কোটি ৫০ লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী জানান, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা ঘোষণার পর ২০২০-২১ অর্থবর্ষে ৭ হাজার ২৭৪ জন ছাত্রছাত্রীকে মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তাতে ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৩ লক্ষ ৬০ হাজার টাকা। ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্পে মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল ৯ হাজার ৪২৮ জন ছাত্রছাত্রীকে। ব্যয় হয়েছিল ৪ কোটি ৬৮ লক্ষ টাকা।  রাজ্যে জাতীয় আইন কলেজ স্থাপনের জন্য নরসিংগড়ে ৯ একর ২৩ শতক জমি বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। আজকের মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে ২১টি সিডিপিও-র পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায় দপ্তরে ৪২টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

পদগুলি হলো এলডিসির ১২টি পদ, ইনভেস্টিগেটর ১৮টি এবং গ্রুপ ডি-এর ১২টি পদ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ২০টি স্পোর্টস অফিসারের পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে । বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে ৩টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে । এছাড়াও ‘দ্য ত্রিপুরা প্ল্যানিং অব আনরেগুলেটেড ডিপোজিট স্কিম রুলস, ২০২২-এর অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যে বেআইনি চিটফান্ডের কার্যকলাপ রোধের জন্যই এই রুলস-এর অনুমোদন দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৩ই জুলাই ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.