আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাষ্ট্রপতি নির্বাচন: আগরতলা এসে পৌঁছেছে ব্যালট বাক্স

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ভারতের নির্বাচন কমিশনের সূচি অনুসারে আগামী ১৮ জুলাই, ২০২২ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বিধানসভার নির্বাচিত সদস্যগণ এই নির্বাচনে বিধানসভার অ্যাসেম্বলি লবিতে ভোট প্রদান করবেন। এ উপলক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ব্যালট বাক্স ও নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী বুধবার প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে। রাজ্যের ব্যালট বক্স ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ ও সহকারি রিটার্নিং অফিসার সুইথুইয়ু মগ।

    ভোট সামগ্রী নিয়ে উনারা আজ বিকেলে আগরতলায় এসে পৌঁছেছেন। ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভার নির্ধারিত স্ট্রংরুমে নিয়ে রাখা হয়েছে।

    নির্ধারিত স্ট্রংরুমে ২৪ ঘন্টা পুলিশী নিরাপত্তা থাকবে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর আগামী ১৯ জুলাই, ২০২২ তারিখে ভোটবন্দি ব্যালট বাক্সটি পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে দিল্লিস্থিত রিটার্নিং অফিসারের অফিসে প্রেরণ করা হবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৩ই জুলাই ২০২২
     

    3/related/default