Type Here to Get Search Results !

উৎসব শান্তির বাতাবরণ ও সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


মেলাঘরস্থিত ভীরাম্মা কালী মন্দিরের ৭ম বাৎসরিক উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলা, রথ পরিক্রমা ও মহাযজ্ঞানুষ্ঠান বুধবার থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি ভীরাম্মা কালী মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। রাজ্যের অন্যান্য ঐতিহাসিক ধর্মীয় স্থানের মত এখানকার ভীরাম্মা কালী মন্দিরও পূণ্যার্থীদের কাছে অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরণের উৎসবের মধ্য দিয়ে রাজ্যে শান্তির বাতাবরণ ও সৌভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করে।

উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যবাসীর মঙ্গল কামনায় ভীরাম্মা কালী মন্দিরে পূজার্চনা করেন এবং সুদুর তামিলনাড়ু থেকে আসা ৫ জন সন্ন্যাসীকে বস্ত্র দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস ও সমাজসেবী কিশোর বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন ভীরাম্মা কালী মন্দিরের প্রতিষ্ঠাতা টি ভীরামনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস, তামিলনাড়ু থেকে আগত সন্ন্যাসী জটাই স্বামী, নিত্যানন্দ স্বামী প্রমুখ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত 

১৩ই জুলাই ২০২২