Type Here to Get Search Results !

ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন

আবু আলী

ঢাকা, আরশিকথা  ॥


ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ভারতের জাতির উদ্দেশে দেশটির রাষ্ট্রপতির দেওয়া ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

এ বছরের ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে দেশটির নেওয়া ‘আজাদি কা অমৃত মহোৎসব’র উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকদের নেতৃত্বে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য দেশটির জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান করেন। ভারতীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য অনুষ্ঠানটিতে ব্যাপক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৫ই আগস্ট, ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.