Type Here to Get Search Results !

।। দেশপ্রেমের সংজ্ঞা ।। - রাণা চ্যাটার্জী, বর্ধমান

।। দেশপ্রেমের সংজ্ঞা ।। 


বলো তো দেখি 

দেশপ্রেমের সংজ্ঞা টা কি ??

চুপ কেনো, না হয় ভেবেই বলো....!

দেখতে দেখতে স্বাধীনতার কয়েক দশক হলো!


জীবনী পড়েছো ? বীর শহীদের!

কিম্বা কোন স্বাধীনতা সংগ্রামীর ?

আগে পড়ো ,অনুধাবন করো ,

     তারপর না হয় ভাষণ-শাসন ,

সামান্য হলেও নৈতিকতায় জীবনটা গড়ো।


রাজনীতি আর অন্ধ ভক্তে

শুধুই ভিড়,হই অস্থির। হুল্লোড়বাজি বদরক্তে । 

সৎ মতাদর্শ গড়াগড়ি খায়,

     চামচা নেতা শুধু পিছু ধায়।

রাজনীতির অস্থিরতায়,গেলো গেলো রব,

        "দ্যাখ কেমন লাগে" শুনি কলরব!


সব বয়ে যায়, অসভ্যতায়-উত্তেজনায়,

        দোষারোপের গনগনে আঁচ!

কাদা ছোঁড়াছুঁড়ি মিডিয়া তাতায়

              লড়াই বাড়ে খুন্তি - হাতায়!

প্রতিশ্রুতি সবই জলাঞ্জলি,

খারাপ তো লাগে,আর কতই বলি!

  মনের ভেতর আকুলি বিকুলি!


এরই মাঝে দিবস আসে,

স্বাধীনতা,প্রজাতন্ত্র, নাই বা রইল গনতন্ত্র!

চোখ রাঙানি অস্ত্র আছে,

              আতঙ্ক ত্রাস হাওয়ায় ভাসে,

এরই মাঝে শ্রদ্ধা আছে,মানুষ দেশ ভালোবাসে।

গুটি কয় জন আখের গোছায়,

আঁকড়ে ধরার লক্ষ্য গদি,

                  পাখির চোখ ভোট যুদ্ধ। 

নাটক প্রহসন প্রতিশ্রুতি,

                       চেষ্টায় জিততে পারি যদি!

এটাই এখন সাধের জীবন,

               স্বাধীনতার আসল মানে!!

দুনীতি - স্বজন পোষণ,অর্থ ক্ষমতার আকর্ষণে।


কলমে - রাণা চ্যাটার্জী, বর্ধমান

১৪ই আগস্ট, ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.