Type Here to Get Search Results !

" বৃষ্টি" - ত্রিপুরা থেকে স্নিগ্ধা ভট্টাচার্য এর কবিতা

" বৃষ্টি"
 


বৃষ্টি তোমায় ছুঁতে চেয়েছিলাম ,

মেঘকে বলেছি আমায় একটু বৃস্টি এনে দাও।

মেঘ বৃষ্টি এনে দিয়েছিল, ছুঁতে পারিনি  আমি

তূমি নদী হয়ে ছুটেছো, ধরা দাওনি আমায়।

মুক্ত বিন্দু  মিশে গেলে স্ত্রোতে।


অঝোর শ্রাবণ ধারায় ,

ভেসে গেছো  মোহনায়।

সাগরের অথৈ জলে হারিয়ে গেছে সব।

বৃস্টি তোমায় খুঁজেছি  বারবার ,

ধরা দাওনি আমায়।



- স্নিগ্ধা ভট্টাচার্য, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৪ই আগস্ট, ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.