..............................................
মুক্ত বাতাস ভর করে ভেসে বেড়াই
দিগন্তে শোনা যায় প্রহরীর বুটের আওয়াজ
আমার স্বদেশ মায়ের ঘর সামলে রাখে
দায়বদ্ধতায় উৎসর্গীকৃত একঝাঁক দামাল
ক্ষুধাতুর সমাজ কে নিয়ে সামনে এগোই
ভয়ডরহীন রাস্তাঘাট গুটি গুটি পায়ে হাঁটে
আমার স্বদেশ মায়ের ঘর সামলে রাখে
প্রহরী ওরা বেপরোয়া রাত ঘুমায় নিশ্চিন্তে
শীতল আচ্ছাদন আর উদ্দাম স্রোত ঘেরা
একমুঠো সবুজ মাঠ জীবন সাজায় নিজ ছন্দে
আমার স্বদেশ মায়ের ঘর সামলে রাখে
বন্দেমাতরম গায় স্বাধীন দেশের জাত্যাভিমান
- ঊজ্জ্বল চট্টোপাধ্যায়, কলকাতা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট, ২০২২