Type Here to Get Search Results !

।। ফুটেই হর্ষ -- ভারতবর্ষ ।। - রবিন কুমার দাস, পশ্চিমবঙ্গ

।। ফুটেই হর্ষ -- ভারতবর্ষ ।।
 


স্বাধীনতা আসে, স্বাধীনতা যায় 

স্বাধীনতা মানে কি যে,

পথে-প্রান্তরে সে ছবি দেখলে

চোখদুটো যাবে ভিজে !

#

স্বাধীনতা মানে ছোট্ট ছেলেটা 

পেট ভরানোর জন্য,

দোরে-দোরে ঘুরে হাত পাতে আজ

চাইছে একটু অন্ন ।

#

স্বাধীনতা মানে, স্বাধীন ভারতে

একটা স্বাধীন ছেলে,

ফুটপাতে বসে জুতো সারাইএর 

কাজ করে অবহেলে ।

#

বয়সটা তার দেখেছ কি কেউ

জিগেস করেছ তাকে ,

ইসকুলে সে যায়নি কেন 

কোথায় সে রোজ থাকে ?

#

প্রস্ন করতে ম্লান হল মুখ

উবে গেল সব হর্ষ ,

ফুটপাত খানা দেখিয়ে বলে সে

ওখানে মায়ের স্পর্শ  !

#

আমি হাসি মুখে স্নেহের পরসে 

তাই ওকে করি স্পর্ষ ,

বড় রাগে ক্ষোভে বলে ফেলি তাই

ধন্য ভারতবর্ষ  ।



-রবিন কুমার দাস, পশ্চিমবঙ্গ 


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৫ই আগস্ট, ২০২২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.