সগৌরবে করছি যাপন ছিয়াত্তর স্বাধীনতা
পড়ছে মনে ক্ষণে ক্ষণে বীর সংগ্রামীর গাথা।
মাষ্টারদা মাতঙ্গিনী নেতাজি ক্ষুদিরাম
প্রীতিলতা বিনয় বাদল দীনেশ আবুল কালাম।
আবিদ হাসান তিতুমীর খান গফ্ফার খান
তাঁরাও দেশের স্বাধীনতা যুদ্ধে রেখেছিলেন মান।
ভগৎ সিং সাভারকার কুশল কোঙার আর কনকলতা
সবাই মিলে ছিনিয়ে এনেছে দেশের স্বাধীনতা।
বিশ্ব দেখ মুখিয়ে আজ স্বাধীন ভারত পানে
মর্মে মর্মে বুঝছে তারা দেশ স্বাধীনের মানে।
ভুল করে আর বিদেশী শক্তি দেখাবে না হিম্মত
দেশের মান রাখতে সবে নিয়েছি দৃঢ় শপথ।
বীর সংগ্রামীর অমর ধ্বনি ভারতের ভাগ্যাকাশে
স্যালুট জানাই নত মস্তকে প্রতি শ্বাস প্রশ্বাসে।
এবার সবাই করছি পালন অমৃত মহোৎসব
প্রতি ঘরে ঘরে নর নারী সবে করছি বীরের স্তব।
- সেখ আব্দুল মান্নান, আসানসোল
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট, ২০২২