স্বাধীনতা'র কিরণ"
স্বাধীনতা'র সূর্য্যি কিরণ
জীবন মুখি আলো
তুফান নদীর ঢেউ'টা তুমি
ভাঙ্গা তরীর হালও।
স্বাধীনতা'র মুক্ত বাতাস
খেলুক সকাল সাঁঝে
ধনী গরীব দীন দরিদ্র
সকল শ্রেণীর মাঝে।
স্বাধীনতা'য় বিরাজ করুক
স্বেত কপতের দল
সপ্ত রশ্মির ছড়িয়ে হাসি
হাসুক আকাশ তল।
স্বাধীনতা সদাই থেকো
পরশ তোমার ঢেলে,
সকল মনে সবার প্রাণে
হাজার প্রদীপ জ্বেলে।।
- অলোক কুমার প্রামাণিক
বজবজ, কলকাতা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট, ২০২২