১৯৬৬ সালের ২৯ আগস্ট খাদ্যের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তৎকালীন ছাত্র দিলীপ, তরুণ এবং অরবিন্দ। আগরতলাতেই ঘটেছিল সেই ঘটনাটি। এদিকে ১৯৯০ সালের ২৯ আগস্ট দেবদারুতে ঘাতক বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন তৎকালীন যুব নেতৃত্ব রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা।
সোমবার তাদের শহীদান দিবস পালন করে বাম ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই। মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে শহীদদের প্রতি মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ অন্যান্যরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৯শে আগস্ট,২০২২