Type Here to Get Search Results !

।। ভুল অংক ।। - পুরুলিয়া থেকে সাধন চন্দ্র মিত্র এর কবিতা

।। ভুল অংক ।।
 

 -" তোমার কাছে সাতটা ছিলো,ভাইকে দিলে চার -

 বলো দেখি তোমার হাতে রইলো কতো আর ?"

উত্তরটা দিইনি সেদিন আমার অংকের স্যার কে -

ভাগ করতে চাইনি আমি

সাতের থেকে চার কে !

যোগ করেছি,গুন করেছি,সুদ কষা আর সিঁড়ি ভাঙ্গা -

দিনের দিন মোটা সুদে ব্যাংকের বই করেছি চাঙ্গা !

ভাগের অংক এড়িয়ে গেছি,বলেছি,বিয়োগ অংক ভুল!

বাস্তু জমির কোনো অংশই ছাড়িনিকো এক চুল !.

স্বার্থপর - বিষয় লোভী,বলেছে

বলুক নিন্দুকে !

নাড়ি ও মাটির দিই নি প্রাপ্য

ভরেছি টাকা সিন্দুকে !!

বিরাট বাড়ী,দামী দামী গাড়ী

লোকে বলে আমি ধন্য!

জীবন প্রান্তে মেলেনা হিসেব

গুন ভাগ সব শূন্য !!

ভাগ হয়ে গেছে সব গুন যোগ

ভগ্নাংশের ভুলে!

বিয়োগ হয়েছে বুকের রক্ত

সব ছেড়ে গেছে চলে  !!

একটাই ছেলে বিদেশেতে থাকে

একটাই মেয়ে চেন্নাই -

এতো বড়ো ঘরে - চামচিকা ওড়ে

মুখে জল দিতে কেও নাই।



- সাধন চন্দ্র মিত্র, পুরুলিয়া 


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২৮শে আগস্ট,২০২২