মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলো প্রদেশ বিজেপি। ১১৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে মূল অনুষ্ঠানটি হয় দলের রাজ্য কার্যালয়ে।
এছাড়া প্রতিটি বুথ ও মন্ডলস্তরে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা,সহ সভাপতি রাজীব ভট্টাচার্য,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্যরা।
উপস্থিত সবাই মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা মহারাজার জীবনের গৌরবময় দিকগুলির ওপর আলোকপাত করেন।১৯০৮ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। তিনি প্রয়াত হন ১৯৪৭ সালের ১৭ মে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৯শে আগস্ট,২০২২