মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৪ তম জন্ম জয়ন্তী পালন করল প্রদেশ কংগ্রেস কমিটি। শুক্রবার কংগ্রেস ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা, গোপাল রায়, আশীষ কুমার সাহা, প্রবীণ নেত্রী লক্ষ্মী নাগ,যুব কংগ্রেস সভাপতি রাখু দাসসহ অন্যান্যরা।
উপস্থিত সকলে মহারাজের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা বলেন, যথাযোগ্য মর্যাদায় কংগ্রেস মহারাজার জন্মবার্ষিকী পালন করছে । বিরজিৎ বাবু বলেন, মহারাজা বীর বিক্রম কিশোরের আমলেই বাংলা ভাষাকে রাজ ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। জাতি জনজাতির মেলবন্ধনের প্রতীক ছিলেন মহারাজা। এদিকে এমবিবি বিমানবন্দরে গিয়ে গিয়ে মহারাজের মর্মর মূর্তি ধুয়ে মুছে পরিষ্কার করে তাতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান আশীষ কুমার সাহা।
এদিকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্মবার্ষিকী পালন করলো মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালে তাদের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে এক অনুষ্ঠান হয়।
উপস্থিত ছিলেন রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ।উপস্থিত সকলে মহারাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তারপর একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৯শে আগস্ট,২০২২