প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার।
ধলেশ্বরস্থিত সিপিএমের দলীয় কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, তপশিলি জাতি সমন্বয় সমিতির গড়ে তোলার পেছনে প্রয়াত অনিল সরকারের উদ্যোগ ছিল সবচেয়ে বেশি।তপশিলি জাতি সমন্বয় সমিতি গড়ে তোলার পেছনে প্রয়াত অনিল সরকারের উদ্যোগ ছিল সবচেয়ে বেশি। এই সংগঠনটি পর্যায়ক্রমে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বামপন্থী নেতৃত্ব রতন ভৌমিক, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে আগস্ট,২০২২