Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রীর সাথে আমেরিকান কনস্যুলেটের কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে বুধবার সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে কলকাতাস্থিত আমেরিকান কনস্যুলেটের কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক মুখ্যমন্ত্রীকে স্মারক উপহার প্রদান করেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, শিল্প সম্ভবনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কনসাল জেনারেলের সাথে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ক্যুইন ভ্যারাইটির আনারস অত্যন্ত সুস্বাদু এবং বিখ্যাত। রাজ্য থেকে বিদেশে ক্যুইন ভ্যারাইটির আনারস সহ বিভিন্ন কৃষি পণ্য রপ্তানির বিষয়টি তিনি আলোচনাকালে উল্লেখ করেন। তিনি বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশে বিরাট সম্ভবনা রয়েছে। এখানকার ডম্বুর জলাশয়, নারিকেলকুঞ্জ সহ বিভিন্ন পর্যটন স্থলগুলি সম্পর্কে মুখ্যমন্ত্রী কনসাল জেনারেলকে অবহিত করেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাব্রুমে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। কনসাল জেনারেল ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন। সাক্ষাৎকারের সময় কনসাল জেনারেলের সাথে ৪ জন সরকারি প্রতিনিধিও উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

৩১শে আগস্ট,২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.