আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর

    আরশি কথা

    প্রভাষ চৌধুরী, আরশিকথা ঢাকা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রবীন পাওয়ারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভুটানের পারো শহরের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করনীয় বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আলাপ-আলোচনা হয়। অল্টারনেটিভ মেডিসিন, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা, তথ্য বিনিময়, ভ্যাকসিন উৎপাদন, ঔষধ উৎপাদন, ট্রেডিশনাল মেডিসিন, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, ল্যাব ইকুইপমেন্ট, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে যৌথ প্রচেষ্টা, মেডিকেল ভ্রমণে সমঝোতা স্মারক, ফার্মাসিটিক্যালস সেক্টরের উন্নয়ন, ডিজিটাল হেলথ সার্ভিসেস প্রভৃতি বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে কাজ করার জন্য মতবিনিময় করা হয়। বৈঠকে করোনাকালীন বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের প্রতি সহযোগিতায় এগিয়ে আসার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহিদ মালেক। করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা করেন।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৭ই সেপ্টেম্বর ২০২২
     

    3/related/default