জিবিপি হাসপাতালে সম্প্রতি দু'জনের হার্টের সফল অপারেশন হয়েছে। ধর্মনগরের বাসিন্দা ৪২ বছরের এক মহিলা দীর্ঘদিন ধরে হার্টের ভাল্বের সমস্যায় ভুগছিলেন। আগে চেন্নাইতে তার একবার ভাল্বের বেলুন সার্জারি হয়েছিল। কিন্তু তারপরেও তার কষ্ট যায়নি। দিনদিন যন্ত্রণা ও শ্বাসকষ্ট বাড়ছিল। অবশেষে তিনি জিবি হাসপাতালে আসেন। সেখানে সিটিভিএস ও আইআর বিভাগে পরামর্শ নিতে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় উনার হার্টের মাইট্রাল ভাল্ব খুব খারাপ অবস্থায় আছে এবং শীঘ্রই তার প্রতিস্থাপন প্রয়োজন। এজিএমসি ও জিবিপি হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাঃ কনকনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যক এক টিম গত ২৮ আগস্ট ওপেন হার্ট সার্জারীর মাধ্যমে জরুরী ভিত্তিতে তার হার্ট ভাল্ব প্রতিস্থাপন করেন। রোগিনী এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।তাছাড়া আগরতলার প্রতাপগড় নিবাসী ৫৫ বছরের এক মহিলা সম্প্রতি বুকের ব্যাথায় ভুগছিলেন এবং হার্ট অ্যাটাক নিয়ে জিবি হাসপাতালে ভর্তি হন। অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষায় তার তিনটি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পরে। দারিদ্র্য সীমার নীচের এই পরিবারের পক্ষে বাইপাস সার্জারির ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। পরিবারের লোকজন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সাহায্য প্রার্থী হন। কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতাল সুপারের সহায়তায় তার অপারেশন সামগ্রী ক্রয়ের ব্যবস্থা হয়। গত ০২ সেপ্টেম্বর আবারও একই কার্ডিয়াক সার্জারীর টীম রোগিনীর দেহে মাল্টিভেসেল করোনারী বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। রোগিনী এখন অনেকটাই স্থিতিশীল আছেন ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই অপারেশনে ডাঃ ভট্টাচার্য ছাড়াও ছিলেন কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা, ফিজিশিয়ান এসিস্ট্যান্ট সুদীপ্ত মন্ডল, পারফিউসনিস্ট সুজন সাহু, এটি টেকনিশিয়ান রতন মন্ডল, জয়দীপ চক্রবর্তী, অমৃত মুড়াসিং সহ আইসিইউ টিম। মহিলার হার্টের সফল অপারেশনে সুস্থ হয়ে উঠায় রোগী ও পরিবারের সদস্যরা খুব খুশী এবং সংশ্লিষ্ট চিকিৎসক, চিকিৎসাকর্মী ও আধিকারিকদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, জিবি হাসপাতালে এখন পর্যন্ত কার্ডিয়াক সার্জারী বিভাগে ২২টি সুপার মেজর ওপেন হার্ট ও বাইপাস সার্জারী সহ মোট ৪৫টি কার্ডিওভাসকুলার অপারেশন সম্পন্ন হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ছয়শর মত ক্যাথল্যাব প্রসিডিউর সফলভাবে হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৭ই সেপ্টেম্বর ২০২২