Type Here to Get Search Results !

আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি: দোরাইস্বামী

আবু আলী ঢাকা, আরশিকথা ॥

ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এখানকার মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান সদ্যবিদায়ী এই ভারতীয় কূটনীতিবীদ। এর আগে, শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। দোরাইস্বামী বলেন, এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই। কারও পাশে নই। আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন। এতদিন দায়িত্বপালনকালে বাংলাদেশের সাফল্য দেখেছেন উল্লেখ করে এই কূটনীতিবীদ বলেন, আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই। ভারতীয় হাইকমিশনের সঙ্গে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভূমি) আনোয়ার হোসেন জাহিদ, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৭ই সেপ্টেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.